বিদ্যার দেবী স্বরস্বতী পূজোর আমেজে চাঁদপুর শহরের কালীবাড়ী মন্দিরে প্রতীমা কেনাবেচায় শেষ মূহুর্তে ব্যস্ততা বেড়েছে। এবারে রবি ও সোমবার দুদিন ব্যাপী পূজোর তারিখ হলেও পূজোর অঞ্জলীর নির্ধারিত সময় কম। ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে কালীমন্দিরে গিয়ে এ ব্যস্তাতা দেখা যায়। কালীমন্দিরের সদস্য রতন মিত্র বলেন, প্রতীমা বিক্রিতে মন্দিরে ৬শ’ থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত প্রতীমার দাম হাকানো হচ্ছে। একই সাথে পূজোর অন্যান্য উপকরণ ও মিষ্টান্নও বেচাকেনা হচ্ছে মন্দিরে। এই হাট বসানোর পূর্বে মন্দিরে সবরকমের নিরাপত্তা নিশ্চিত ও দামের সামঞ্জস্যতা রাখতে তৎপরতা নেয়া হয়েছে। চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস বলেন, ইতিমধ্যেই শিক্ষা-প্রতিষ্ঠানসহ পাড়া মহল্লায় পূজোর প্যান্ডেল ও সাজ সজ্জার কাজ শেষ। আমি চাই নির্বিগ্নে পূজোর কাজ সমাপ্ত করতে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, স্বরস্বতি পূজোকে ঘিরে নিরাপত্তা জোড়দারে আমরা আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছি। আশা করছি সনাতন ধর্মালম্বীরা তাদের পূজো নির্বিগ্নে করতে পারবেন।