বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল। সমাবেশে সদর উপজেলা কৃষকদলের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সবুজ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকার, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শাহিন খান, জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, ৬নং ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলু। সমাবেশে ধারণাপত্র পাঠ করেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মমতাজুল আলম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররাম হোসেন, সহ কোষাধ্যক্ষ মো. আরিফুর রহমান আরিফ, প্রচার সম্পাদক মো. মোছাদ্দেক হোসেন চৌধুরী বাবু (বাবু চৌধুরী) সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পাভেল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফরিজার তপু, সাধারণ সম্পাদক আবুজার সেতু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. সায়কা বেগম, সাধারণ সম্পাদক মোছা. সালমা বেগম প্রমুখ। সমাবেশে জেলা বিএনপি, কোতোয়ালি বিএনপি, জেলা কৃষকদল, কোতোয়ালি কৃষকদল, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।