মাদককে ছাড়ো,সাহিত্যকে আঁকড়ে ধরো- এই স্লোগানকে সামনে রেখে মাদক প্রবণ এলাকা কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাহিত্যমনা মানুষের সংগঠন ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন হয়েছে। ১ ফ্রেবুয়ারি শনিবার ফুলবাড়ী উপজেলার প্রথম শহীদ মিনার সংলগ্ন ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর অস্থায়ি কার্যালয়ে আলোচনা সভা, কবিতা পাঠের আসর ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুস ছালাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর উপদেষ্টা চারণকবি আজিজুল হাকীম মন্ডল, সভাপতি ইউনুছ আলী আনন্দ, সাধারন সম্পাদক অনিল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। বক্তারা বলেন. মাদক প্রবণ এলাকা কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক থেকে প্রজন্মকে ফিরে আনতে সাহিত্য চর্চা বাড়িয়ে দিতে। এতে ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর ভূমিকা বেশি রয়েছে। এ কারনে ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর কার্যক্রম বেগবান করার জন্য এর প্রচার বৃদ্ধি করতে হবে। পরে ২১ ফেব্রুয়ারি ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর প্রকাশনা সাহিত্য পত্রিকা কালস্রোত ‘একুশে সংখ্যা’ প্রকাশনার উদ্যোগের প্রতি বক্তারা সহমত জানান। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর উপদেষ্টা সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী, কবি ও লেখক নাজমুল হুদা, আব্দুল মান্নান, সাদেকুর রহমান, শ্রমিক নেতা লুৎফর রহমান সরকার, মাদ্রাসা শিক্ষক শহিদুল বিএসসি, সাহিত্যমনা রিপন, শাহরিয়ার মোস্তফা রাসেল,শুভ সরকারসহ আরও অনেকে।