সীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কুমিরা সোনার পাড়া এফসিএ বনাম কাজিপাড়া সুপারস্টার এর মধ্যে ফাইনাল খেলায় কাজীপাড়া সুপারস্টার চ্যাম্পিয়ন হয়। কুমিরা ইউনিয়ন বিএষনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ ১ ফ্রেব্রুয়ারি বিকাল ৩ টায় বড় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিমের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী এফসিএ।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধূরী বলেন, খেলাধুলা শরীরের ব্যায়ামের একটা অংশ পাশাপাশি বর্তমানে আমাদের তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তরুণ ও যুব সমাজের অনেকেই আধুনিকতার ছোয়ায় মাদকাসক্ত হয়েছে । আমরা চাই খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ ও যুব সমাজকে রক্ষা করি এবং উৎসাহিত করি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তরজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, নুরুল আনোয়ার চেয়ারম্যান, আবুল বশর ভুইয়া, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন নাইম রিকু, ফজলুল করিম চৌধুরী, নাজিম উদ্দিন, শেখ সাহাবুদ্দিন, খোরশেদ আলম, নুরুল আজিম সবুজ,জাহেদুল হাসান, হেলাল উদ্দিন মেম্বার, আলমগীর মেম্বার, রবিউল হোসেন লিটন, ইফতেখার আহমেদ জুয়েল, লিয়াকত চৌধুরী জুয়েল, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবরসহ প্রমুখ নেতৃবৃন্দ।