আ. লীগের দুই কোটি ভুয়া ভোটার বাদ দিতে হবে: জামায়াত নেতা

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪২ পিএম
আ. লীগের দুই কোটি ভুয়া ভোটার বাদ দিতে হবে: জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,এখন ভোটার তালিকার কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগের দুই কোটি ভুয়া ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। আওয়ামী লীগের বানানো গোজামিলের ভোটার তালিকা জনগণ মানে না।এরপর নতুন ভোটার তালিকা করে প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তবে সেই সংস্কার করতে কত দিন লাগবে তা দেশবাসিকে জানাতে হবে।

আজ শনিবার দুপুরে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা রফিকুল ইসলাম খান  বলেন,আওয়ামী লীগ আমলে  সংগঠিত সকল গণহত্যার বিচার করতে হবে। সকল গুম-খুন ও আয়না ঘরের সাথে জড়িতদের বিচার করতে হবে। তারপর দেশের জনগণ ঠিক করবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে কিনা।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপর অনেক জুলুম-অত্যাচার ও অবিচার করা হয়েছে। নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা চাইলে ৫ আগস্টের পর তার প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু আমরা তা চাই না।জামায়াত প্রতিশোধের রাজীনিতে বিশ্বাস করে না।

রফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষ আর কোন চাঁদাবাজ,আর কোন দুর্নীতিবাজ, আর কোন দখলবাজকে সরকারে দেখতে যায় না।

তিনি বলেন,আমরা এই দেশটাকে একটি সুখী  সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেশে কোন বেকার থাকবে না। কোন বৈষম্য থাকবে না। কোন দুর্নীতি থাকবে না।


পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মো. আবদুল্লাহ'র সভাপতিত্বে  সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও জেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারি পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগর।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম,

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান,

ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, ফরিদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা 

আবু তালিব,চাটমোহর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি 

ইসমাইল হোসেন শান্ত,ভাঙ্গুড়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়,ফরিদপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রিপন বিল্লাহ, চাটমোহর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আতাউর রহমান প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে