ভুলেও বাথরুমে রাখবেন না যেসব প্রসাধনী

এফএনএস লাইফস্টাইল : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪৮ এএম
ভুলেও বাথরুমে রাখবেন না যেসব প্রসাধনী

ব্যাকটেরিয়া ও ময়েশ্চারের আঘাতে যেন দ্রুত মেয়াদ উত্তীর্ণ হয়ে না যায় আপনার শখের প্রসাধনীটি। এগুলো তাই ভুলেও রাখা যাবে না বাথরুমের র‌্যাকে।


সুগন্ধি

অনেকেই সুগন্ধি রেখে দেন বাথরুমে। তবে বাথরুমে থাকা আর্দ্রতা সুগন্ধির কেমিক্যাল নষ্ট করে দিতে পারে। সুগন্ধি সবসময় সরাসরি সূর্যের আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন।


অর্গানিক প্রসাধনী

প্রাকৃতিকভাবে প্রস্তুতকৃত অর্গানিক প্রসাধনী বাথরুমে রাখবেন না। এগুলো সংরক্ষণের জন্য আলাদাভাবে কোনও কেমিক্যাল ব্যবহৃত হয় না। ফলে স্যাঁতসেঁতে আবহাওয়ায় এগুলো হারিয়ে ফেলে গুণগত মান। 


তরল মেকআপ

ফাউন্ডেশন বা তরল লিপস্টিক বাথরুমে রাখবেন না। এগুলো শুষ্ক ও অন্ধকার স্থানে সংরক্ষণ করুন। বাথরুমের স্যাঁতসেঁতে আবহাওয়া বা সরাসরি সূর্যের আলো নষ্ট করে দিতে পারে লিকুইড মেকআপ।


আই ক্রিম

শুষ্ক স্থানে রাখবেন আই ক্রিম। বাথরুমে রাখলে স্যাঁতসেঁতে আবহাওয়ায় ব্যাকটেরিয়া জমতে পারে। সবচেয়ে ভালো হয় এই ধরনের ক্রিম ফ্রিজে সংরক্ষণ করলে। 


পাউডার প্রসাধনী

ফেস পাউডার বা পাউডারজাতীয় প্রসাধনী ভুলেও রাখবেন না বাথরুমে। ময়েশ্চার জমে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এগুলো।


চিনি ও লবণযুক্ত প্রসাধনী

অনেক স্ক্রাবে থাকা চিনি বা লবণের উপস্থিতি। এগুলো বাথরুমে রাখলে গলে নষ্ট হয়ে যাবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW