মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার ও ফার্নিচার দুটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জানা যায় ২ ফেব্রুয়ারি গভীর রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের পাখির মোড় সংলগ্ন জনৈক জহিরুল ইসলামের হার্ডওয়্যার ও জাকির হোসেনের ফার্নিচারের দোকানে আগুনের সুত্রপাত ঘটে। উক্ত অগ্নিকান্ডে মুহুর্তে দুইটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গজারিয়া থানা পুলিশ ও এলাকার লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে হতাহতের কোনো ঘটনা নাই। তবে দুই টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।