রহনপুর ভিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৬ পিএম
রহনপুর ভিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত বিদ্যাপিঠ রহনপুর ভিশন প্রি-ক্যাডেট স্কুলের দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্রীড়া ও রোববার সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেয়। এতে শিক্ষার্থীরা দৌড়,বিস্কুট দৌড়,জল-ডাঙ্গা,অংক দৌড়, চেয়ার খেলা,দড়ি খেলা, হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, কেরাত,কবিতা আবৃত্তিসহ নাটিকা পরিবেশন করা হয়। এরআগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক তরিকুল ইসলাম বকুল। এ সময় শিক্ষক কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে