মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫১ পিএম
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গজারিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। রোববার ( ২ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় আনন্দ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় নতুন কমিটিতে মহিউদ্দিন আহমেদ সদস্য সচিব নির্বাচিত হওয়ায় নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টি খাইয়ে দেন এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, গজারিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকারিয়া ভূঁইয়া, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহিরুল হক খান রিটু, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি জমির আলী, বিএনপি নেতা আলম চাঁন প্রমূখ। উল্লেখ্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও মুন্সীগঞ্জ ০৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ভাই মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার ( ০২ ফেব্রুয়ারি)  সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে