চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

এফএনএস (ফয়সাল মাহমুদ; চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৯ এএম
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফজলু মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার লালাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি রইস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।  ফজলু মণ্ডল সদর উপজেলার মহারাজপুর গোয়ালটুলির মৃত সাজ্জাত মণ্ডলের ছেলে।  ওসি রইস উদ্দীন জানান, চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়ক পার হওয়ায় সময় ফজলু মণ্ডলকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।  

আপনার জেলার সংবাদ পড়তে