হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২৯ পিএম
হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা
ছবিটি ইন্টারনেট থেকে নেয়া

রাজধানীর শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তাঁরা  শনিবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ রোববার তাঁরা শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।

বিক্ষোভকারীরা সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। রাত ৭টা ৩৯ মিনিটে তাঁরা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পৌঁছান এবং সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তাঁরা ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন।

একজন আন্দোলনকারী আমিনুল ইসলাম ইমন বলেন, "গতকাল রাত থেকে আমরা সড়কে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীল কেউ আমাদের সঙ্গে দেখা করেননি বা সহানুভূতি দেখাননি। অথচ আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এসেছে।"

রোববার দুপুরের পর আন্দোলনকারীরা মিরপুর সড়কের শিশুমেলা মোড় অবরোধ করেন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং রাজধানীর বিভিন্ন অংশে যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাঁরা নিজেদের চিকিৎসার কাগজপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন।

বিক্ষোভকারী কোরবান শেখ বলেন, "সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমরা যমুনার দিকে যাচ্ছি। আমাদের দাবি হলো, আহতদের পুনর্বাসন দ্রুত করা হোক এবং হাসপাতালে তৈরি চারটি ক্যাটাগরি বাতিল করা হোক, যা আহতদের মধ্যে বৈষম্য তৈরি করছে।"

আন্দোলনকারীরা দাবি করেছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং সরকারকে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।

অন্যদিকে, আজকের আন্দোলনের ফলে রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থায় ব্যাপক অসুবিধা সৃষ্টি হয়। মিরপুর সড়ক অবরোধের কারণে হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে