টুঙ্গিপাড়া ও সুজানগরে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫৯ পিএম : | আপডেট: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০১ পিএম
টুঙ্গিপাড়া ও সুজানগরে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে
পাবনার সুজানগরে ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের দুটি আলাদা ঘটনা ঘটেছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং পাবনার সুজানগরে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের দুটি আলাদা ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুলের সামনে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা একটি মুদিদোকানি সাফায়েত হোসেনকে আটক করার পর স্থানীয়রা তাদের গাড়ি আটকে দেয় এবং পুলিশের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের গাড়ি ভাঙচুর করা হয় এবং পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। 

অন্যদিকে, পাবনার সুজানগর উপজেলায় রোববার বিকেলে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের গাড়ি থামিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে মথুরাপুর স্কুলমাঠে, যখন আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাচ্ছিল। এই সময় কয়েক শ’ স্থানীয় মানুষ পুলিশের গাড়ি থামিয়ে তাঁকে ছিনিয়ে নেন, এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এতে আটজন পুলিশ সদস্য আহত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এ ঘটনার দৃশ্য দেখা গেছে। বর্তমানে পুলিশ অভিযানে রয়েছে এবং ওহাবকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

এ দুটি ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতোমধ্যে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তবে, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে