রাজিব পুরে যুবদল ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২৮ পিএম
রাজিব পুরে যুবদল ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

কুড়িগ্রামের চর রাজিবপুরে সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে কুটুক্তি মুলক স্ট্যাটাস কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদল মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। গুরুতর একজন কে প্রথমে রাজিব পুর হাসপাতালে  পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানাগেছে রোববার মাগরিব পরে রাজিব পুর বাজারে উক্ত মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে যুবদল নেতা ইয়াকুব,রানা, রুবেল ও অন্য গ্রুপের শহীদুল ইসলাম আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রে জানা গেছে, রোববার কুড়িগ্রাম জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করার পর যুবদল নেতা শহীদুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান কমিটিতে নাম না থাকায় তাকে হেয় প্রতিপন্ন করে ফেসবুকে স্ট্যাটাস দেয়।  পরে এটি সাবেক সভাপতির হোয়াটসঅ্যাপে ট্যাগ করে পাঠান। এ ব্যাপারে যুবদল নেতাসহ কয়েক জন শহীদুল কে বলতে গেলে, তাঁদের উপর চড়াও হয়। এ সময়ে যুবদল নেতারা শহীদুল কে  কিলঘুষি  মারলে দৌড়ে পালিয়ে যায়। পরে যুবদল  আহবায়কের সামনে ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান এর নেতৃত্বে বাজারের পাঁচ মাথা মোড়ে লাঠিসোটা নিয়ে যুবদল নেতা ইয়াকুব, রানা, রুবেল সহ ৪ জনকে মারপিট করে গুরুতর আহত ও যখম করে। অপর দিকে  সংবাদ পেয়ে রানা ও রুবেল অনুসারীরা রাজিব পুর বাজারে জমায়েত হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। অধ্যাপক মোখলেছুর রহমান জানান,আমি ঢাকায় আছি। বিষয়টি শোনার পর পুলিশ কে ফোন করেছি শান্ত করার জন্য । যুবদল আহবায়ক রোস্তম মাহমুদ লিখন সাংবাদিক কে জানান, তিনি এলাকায় ছিলেন না। আর রাজিব পুরে যে ঘটনাটি ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজিব পুর থানার অফিসার ইনচার্জ ওসি তসলিম উদ্দিন জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি শান্ত।

আপনার জেলার সংবাদ পড়তে