সুজানগরে আ’লীগের সভাপতিকে ছিনিয়ে নেওয়া মামলায় ১১ জন গ্রেফতার

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৩ পিএম | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৮ পিএম
সুজানগরে আ’লীগের সভাপতিকে ছিনিয়ে নেওয়া মামলায় ১১  জন গ্রেফতার

পুলিশের হাত থেকে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়া মামলায় ১১জন আসামীকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। সোমবার রাতে তাদের উপজেলার মথুরাপুর ও নারায়নপুরসহ  বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ওই ১১জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের অধিকাংশের বাড়ী মথুরাপুর গ্রামে। তারা সবাই আওয়ামী লীগের সমর্থক এবং নেতাকর্মী।

সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, রোববার বিকাল ৫টার দিকে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয়‌ পলাতক আসামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওহাব মথুরাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বের হন। এ সময় উক্ত বিদ্যালয় মাঠে পূর্ব থেকে অবস্থান নেওয়া সুজানগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনা জানাজানির পর মথুরাপুর গ্রামের আওয়ামী সমর্থক হাজার হাজার নারী-পুরুষ এসে পুলিশের কাছ থেকে আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয় ।  এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হলে‌‌ দু'জন পুলিশ সদস্য আহত হয়।  আহত দুই পুলিশ সদস্যকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এসআই মোঃ আজাহার আলী বাদী হয়ে আব্দুল ওহাবসহ ৬৪ জনকে‌ আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। ‌ পুলিশ ঐদিন রাতভর অভিযান চালিয়ে শিউলী খাতুন নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকসহ ১১ জন আসামীকে গ্রেফতার করে।‌‌ অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান। এদিকে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবসহ পলাতক অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সুজানগর উপজেলা বিএনপি, উপজেলা জামাতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পৃথক পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে