চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর সদর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প অপারেশনাল অফিসার লেফটন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রোববার রাত ১২.৩৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে পুরাণবাজারের পশ্চিম শ্রীরামদী ছৈয়াল বাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং সদস্য মো. বাপ্পি, মো. টিটু, এবং ওদুদ-এর বাসা তল্লাশি করে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।