ভালুকায় নিহত তোফাজ্জল হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৫ পিএম
ভালুকায় নিহত তোফাজ্জল হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

ভালুকা উপজেলার মাস্টারবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলা এখনো না হওয়ায় এবং খুনিদের ফাসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিএনপি ও এলাকাবাসী। ৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে  ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিল্পপতি হাজী শহিদুল ইসলামের নের্তৃত্বে মিছিলটি বের হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিন শেষে মানববন্ধন করে তারা। মানববন্ধন মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী শহীদুল ইসলাম,সদস্য হাজী আব্দুর রউফ,খলিলুর রহমান,উপজেলা যুদবলের শাামীম আহাম্মেদ,এমদাদুল হক খসরুু রফিকুল ইসলাম লিটন,শাহজাহান প্রধান,তোফায়েল হাসান মানিক,সাকিব খান,রিপন প্রমুখ। উল্লেখ্যঃ  গত ৪ আগষ্ট উপজেলার মাস্টারবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে আ,লীগ হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেনকে হত্যা করে। হত্যার ৬ মাস পেরিয়ে গেলেও কোন মামলা হয়নি।  নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সে শ্রীপুরের নগর হাওলা গ্রামে কাসেমের বাড়ীতে ভাড়া থেকে রাজমিস্ত্রি কাজ করতো।

আপনার জেলার সংবাদ পড়তে