কেন্দ্রীয় শ্রমিককল্যান ফেডারেশনের সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির মোঃ গোলাম রব্বানী বলেছেন, বিগত সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে, শ্রমিকদের সামান্য ১২ হাজার টাকা মজুরী দিয়ে তাদের সংসার চলেনা। তিনি বলেন দেশে ইসলামি রাস্ট্র কায়েম হলে শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে পাবে, থাকবে না মালিক শ্রমিকের দ্বন্দ্ব, তারা মিলেমিশে কাজ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশে একদিন ইসলামি রাস্ট্র কায়েম হবেই ইনশাআল্লাহ। সেদিন দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, সেজন্য তিনি সকলকে ঐক্যবৌদ্ধ থাকার আহবান জানান। সোমবার (৩ ফেব্রুয়ারী) গাবতলী উপজেলার জামায়াত কার্যালয়ে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওঃ ইউনুছ আলী, নায়েবে আমির মোরশেদুর রহমান, সেক্রেটারি আব্দুল ওয়াদুদ পুটু, বায়তুলমাল সম্পাদক মোঃ বাদেলুর রহমান বাদল, গাবতলী উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, কর্ম পরিষদ সদস্য কাজী ফজলুর রহমান প্রমুখ।