বর্ধিত ভ্যাট প্রত্যাহার, রেশনিং ব্যবস্থা চালুসহ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে চাঁদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ৩ ফেব্রুয়ারি, সোমবার, বিকাল সাড়ে ৪ টায় শহরের শপথ চত্বরে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট নেতা ও বাসদ চাঁদপুর জেলার আহবায়ক কমরেড শাহজাহান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বাসদ সদস্য জি এম বাদশা। সভায় নেতৃবৃন্দ বলেন, একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি অপরদিকে সরকার নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বসিয়েছে। এতে করে মানুষ চরম সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করছে। মানুষের চরম দুর্গতিতে গোটা দেশ আজ চরম বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সরকার জুলাই-২৪ এর আকাঙ্ক্ষা ধরে রাখতে পারছেনা। গণ-অভ্যুত্থানের চেতনা গনবিরোধী হতে পারেনা। বর্তমান সরকারের উপর মানুষের আস্থা নেই। সাধারণ মানুষ গণতান্ত্রিক মাত্রা ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন চায়। অতিদ্রুত নির্বাচন অনুষ্ঠান করে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট উচ্ছেদ, লুটপাট ও পাচারকৃত টাকা উদ্ধার করতে হবে।ধর্ম-জাতিগত সম্প্রীতি রক্ষা করে ৭১'র মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করতে হবে।