নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের বিরুদ্ধে আগুন দিয়ে বাস পোড়ানোর মামলা দেয়া হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) নওগাঁর ৩নং জুডিশিয়াল আমলি আদালতে মামলাটি দায়ের করেন একটি বাসের সুপারভাইজার উপজেলার উত্তরগ্রামের মছির উদ্দিনের ছেলে আজাম উদ্দিন। একই বিষয়ে এরআগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নতুন মামলায় বাদি উল্লেখ করেন যে, ২০২৩ সালের ২৬ জানুয়ারি রাত সাড়ে ১১টায় মহাদেবপুর গুড়হাটির হামিদুর রহমানের মালিকানার একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০৭৩৯) মহাদেবপুর উপজেলা সদরের পেট্রোল পাম্পের পাশে রাখা ছিল। আসামীরা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়। মামলায় সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম ছাড়াও তার ছেলে সাকলাইন মাহমুদ রকি, ভাগ্নে ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়রম্যান প্রয়াত আহসান হাবীব ভোদনের ভাই শফিকুল ইসলাম, ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশাআরি, ভাগ্নে লতিফুল বারি লিটন, সাবেক এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেনের এপিএস বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার আলীসহ মোট ২৩ জনকে আসামী করা হয়। বাদি পক্ষে এ্যাডভোকেট মিনহাজুল ইসলাম শুনানী করেন। বিজ্ঞ বিচারক শুনানী অন্তে মামলাটির তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দেন। দুবছর আগে ঘটনার পরদিন ওই বাসের মালিক হামিদুর রহমান বাদি হয়ে মহাদেবপুর থানায় বিএনপি নেতাকর্মীদের আসামী করে একটি মামলা দায়ের করেছিলেন। থানা পুলিশ সেই মামলায় অসংখ্য নেতাকর্মীকে আটক করে জেল হাজতে পাঠায়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর পুলিশ সেই মামলাটির ফাইনাল রিপোর্ট দেয়। ফলে মামলাটি আদালতে খারিজ হয়। একই বিষয়ে নতুন করে মামলা হওয়ায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।