নীলফামারীর সৈয়দপুরে অসুস্থ্য এক চিল পাখিকে উদ্ধার করা হয়েছে। তারপর ওই চিলের সেবা যত্ন করছে সেতুবন্ধন সেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর এর সদস্যরা। সেতুবন্ধন সংগঠনের অন্যতম সদস্য মোকারম হোসেন জানান,সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবু পড়ায় বৈদ্যুতিক তারে শক খেয়ে রাস্তায় পড়েছিল একটি আিল পাখি। সোয়ান নামে এক যুবক এটিকে দেখে তার বাসায় নিয়ে যায়। পরে সে মেরাজ রানা নামে আর একজন যুবককে বিষয়টি জানায়। পরে সৈয়দপুর সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার শরণাপন্ন হয় তারা। ৩ ফেব্রুয়ারী রাতে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার একদল স্বেচ্ছাসেবক পাখিটিকে সেখান থেকে নিয়ে এসে বন্যপ্রাণী উদ্ধার ও সামরিক পরিচর্যা কেন্দ্রে রাখে। বর্তমানে সেখানে পাখিটিকে সুস্থ্য করার জন্য চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সুস্থ্য হলে এটিকে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হবে। এটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন আক্তার, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো.আলমগীর হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মো.মোকারম হোসেন, যুব বিষয়ক সম্পাদক রেজা, সদস্য শহিদুল ইসলাম ।