চিলমারীতে মাঠ দিবস অনুষ্ঠিত

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৭ পিএম
চিলমারীতে মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের চিলমারীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের দপ্তরের আয়োজনে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাসন্তিগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে মরিচের ডিজি সুপার ২ জাতের মরিচ চাষ নিয়ে স্থানীয় কৃষকদের সাথে আলোচনা হয়। এছাড়াও বিভিন্ন ফসল নিয়ে পরামর্শ দেয়া হয়। স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার নূর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, কৃষি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফুর হায়দার লিপ্টন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে