বারি সরিষা-১৪ উৎপাদন প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বগুড়ার গাবতলী উপজেলার কোলাকোপা সুবোধ বাজারে অনুষ্ঠিত হয়ে। কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করে সরজমি গবেষণা বিভাগ চেলোপাড়া বগুড়া। বি এ আর আই বগুড়া ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ কৃষিবিদ ড. মোঃ মাহমুদুল হাসান সুজা’র সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বি এ আর আই বগুড়ার সরেজমিন গবেষণা বিভাগ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মুহা: তানবীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মসলা গবেষণা কেন্দ্র বগুড়া মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জুলফিকার হায়দার প্রধান, গ্রীন কলাকোপা এষ্টেট'র মহাপরিচালক দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, বি এ আর আই রংপুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল আলম, বগুড়া বি এ আর আই ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কন্দাল ফসল গবেষণা কেন্দ্র ড. মোহাম্মদ তৌহিদুর রহমান, গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান, বি এ আর আই বগুড়ার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ ড. মোঃ রহমত আলী মোল্লা। মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে কৃষিবিদ ড. মোঃ মাহমুদুল হাসান সুজা জানান, বারি-১৪ সরিষা জাত ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে ফসল কর্তন করা যায়। প্রতি বিঘায় ফলন হয় ৫ মণের অধিক। এতে দুই ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তর হয়। ফসলের নিবিড়তা বৃদ্ধি পায়। কৃষক আমন ধান করার পরে অল্প সময়ের জন্য বারি ১৪-সরিষা চাষ করে সহজেই বোরো আবাদ করতে পারে। কৃষিবিদ সুজা আরো জানান, বর্তমান বাংলাদেশে প্রায় ২৫ লাখ টন ভোজ্য তেল প্রয়োজন। এই ভোজ্য তেলের মাত্র ২৫ শতাংশ আসে দেশে উৎপাদিত বিভিন্ন তেল জাতীয় ফসল হতে। তেল জাতীয় ফসলের মধ্যে সরিষা অন্যতম। বাংলাদেশে বর্তমানে ৮ লাখ হেক্টর জমিতে প্রায় ১২ লাখ টন সরিষা উৎপাদিত হয়। মোট উৎপাদিত সরিষা থেকে প্রায় ৩-৩.৫ লাখ টন ভোজ্য তেল পাওয়া যায়। যা ভোজ্য তেলের প্রায় ১৮ শতাংশ চাহিদা পূরণ করে থাকে। বগুড়াতে প্রায় ৪০থেকে৫০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বছরে ৩৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যার সম্ভাব্য ফলন হবে প্রায় ৫০ হাজার টন। সম্ভাব্য সকল জমিতে সরিষা চাষাবাদ করা যায় তাহলে ৭০ থেকে ৭৫ হাজার টন সরিষা উৎপাদিত হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে এ পর্যন্ত প্রায় ২০টি উন্নত সরিষার জাত উদ্ভাবিত হয়েছে। তেল জাতীয় ফসলের এরিয়া বৃদ্ধির মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি করে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো যাবে। যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচের হাত থেকে দেশ রক্ষা পাবে।