কিশোরগঞ্জের বাজিতপুর ও কুলিয়ারচরে স্টীলবডি নৌকা দিয়ে বালু উত্তোলন চলছে দীর্ঘদিন ধরে। প্রশাসনের নজরদারিতার ভিতর দিয়ে থেমে নেই স্টীলবডি নৌকার ব্যবসায়ীরা। মঙ্গলবার দুটি উপজেলায় হাওরে গেলে দেখা যায় ভৈরবের আলগীর চর থেকে বালু ব্যবসায়ীরা স্টীলবডি নৌকা দিয়ে বালু এনে দেদাড়ছে। প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ দিকে কুলিয়ারচর পৌর সদর সহ বিভিন্ন ইউনিয়নে স্টীল বডি নৌকা ছাড়াও পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। প্রশাসন মাঝে মধ্যে এসব অসাধু ব্যবসায়ীদের জরিমানা করলেও এ ব্যবসায়ীরা রাতের আঁধারে পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। অন্যদিকে এ উপজেলার পৌর সদরে মানিকদী ব্রিজের এপার ওপারে নৌকা দিয়ে বালু আনলোড করার ফলে এ ব্রিজটি হুমকির মধ্যে রয়েছে। যদিও উপজেলা থেকে এর দূরত্ব অর্ধ কিলোমিটারেরও কম। প্রশাসন এদেরকে নজরদারিতার মধ্যে আনতে পারছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। অন্যদিকে বালুর ট্রাকের ধুলায় পুরো কুলিয়ারচর শহর যেন বালির শহর হিসাবে পরিগণিত হচ্ছে। পথচারীরা এ বালুর ধুলায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন মহল মনে করেন।