জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিড়া প্রতিযোগিতা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২০ পিএম
জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিড়া প্রতিযোগিতা

নোয়াখালীর সেনবাগে ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: খোরশেদ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত ফেরদৌস আরা, চাচুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, নবীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু তাহের সেলিম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ। আলোচনা শেষে অতিথি বৃন্দ সেনবাগের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে