টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলে নতুন সংযোজন হিসেবে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। বরিশাল ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিশামের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম কিংসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছেছে ফরচুন বরিশাল। পুরো টুর্নামেন্ট জুড়ে দেশি ও বিদেশি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স বরিশালকে শক্তিশালী অবস্থানে রেখেছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি এবং মোহাম্মদ আলী প্রথম কোয়ালিফায়ারে খেলেছেন। পেসার মোহাম্মদ আলী ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। মালান ৮ ম্যাচে ৩১৫ রান সংগ্রহ করেছেন ১৫৭ স্ট্রাইক রেটে, যা বরিশালের ব্যাটিং লাইনআপকে আরও সমৃদ্ধ করেছে। মায়ার্স ৫ ম্যাচে ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে ১৬৩ রান করেছেন এবং বল হাতে ৫ উইকেট নিয়েছেন। অন্যদিকে, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি এবারের বিপিএলে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। ১০ ম্যাচে মাত্র ৬৩ রান ও ৮ উইকেট নেওয়া নবির পরিবর্তে নিশামকে একাদশে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। জিমি নিশাম দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলছিলেন। প্রিটোরিয়া প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ায় নিশাম বিপিএলের ফাইনালের জন্য উপলব্ধ হয়ে যান। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। এর আগেও বিপিএলে খেলেছেন নিশাম। রংপুরের হয়ে মিরপুরে ৯৭ রানের ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে তার। যদিও এবারের এসএ টি-টোয়েন্টি আসরে তিনি ব্যাট হাতে বড় কোনো ইনিংস খেলতে পারেননি, তবে বোলিংয়ে ৭ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বরিশালের ফাইনাল একাদশে কাকে বাদ দিয়ে নিশাম খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়। মায়ার্সের পারফরম্যান্স বিবেচনায় তাকে সরানোর সম্ভাবনা কম। বরং নবির স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনাই বেশি। এবারের বিপিএলে ফরচুন বরিশালের দাপট ছিল চোখে পড়ার মতো। তামিম ইকবালের নেতৃত্বে দলটি শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়েছে। নিশামের সংযোজন বরিশালের শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। প্রশ্ন এখন একটাইÑএই শক্তিশালী ‘লঞ্চ’ কে থামাবে?