ঢাকা কুষ্টিয়া মহাসড়কের চলছে বালির ব্যবসা

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩৫ পিএম
ঢাকা কুষ্টিয়া মহাসড়কের চলছে বালির ব্যবসা

ঢাকা কুষ্টিয়া হাইওয়ের পাংশা সরদার বাসস্ট্যান্ডের নিকটে দিনের বেলায় ব্যস্ত সড়কের উপর চলছে বালির ব্যবসা। বড় ট্রাকে বালি এনে  আনলোড করা হচ্ছে এবং ১০০ ফিট ২০০ ফিট গাড়িতে বালি বিক্রি করা হচ্ছে। বুধবার ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় দেখা গেল ভেকুতে করে মালামাল ছোট ছোট গাড়িতে লোড দেয়া হচ্ছে। বড় ট্রাক থেকে বালি আনলোড করা হচ্ছে। পাশ দিয়ে ঢাকা কুষ্টিয়া গামী দ্রুতগতির বাস ট্রাক চলাচল করছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, বালির গাড়ির প্রতিবন্ধকতার কারণে গত পরশু এক মোটরসাইকেল আরোহী এখানে দুর্ঘটনায় আহত হয়েছে। আহত মোটরসাইকেল আরোহীর বাড়ি কালুখালী উপজেলার  বাংলাদেশ হাট এলাকায়।  এ বিষয়ে কালুখালি হাইওয়ে থানার ওসি মোঃ হারুনুর রশিদ বলেন, জরুরীভাবে বিষয়টি আমরা দেখছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে