চাঁদপুরে জজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৪ পিএম
চাঁদপুরে জজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বিচার বিভাগের আয়োজনে জেলা জজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি রাতে জেলা জজ আদালত প্রাঙ্গন ব্যাডমিন্টন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যুগ্ম জেলা ও দায়রা জজ (২)ও সহকারী জজ আব্দুল কাহার বিল্লাহ জুটি। রানারআপ হয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দে জুটি । এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা জজ (১) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হিরু, যুগ্ম জেলা ও দায়রা জজ (২) তৌহিদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনুর বেগম,চাঁদপুর জেলা আইনকীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড.জসীম উদ্দিন ( মেহেদী হাসান) জেলা জজ আদালতের এপিপি অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম সহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারি জজ, জেলা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী জজ মোঃ ইবরাহিম। টুর্নামেন্টে দ্বৈত ৬ টি দল অংশ নেয়।তারা হলেন - সৈয়দ তফাজ্জল হোসেন হিরু ও ফারহান সাদিক জুটি, আমিরুল ইসলাম ও মোরশেদুল আলম জুটি, মুনতাসির আহমেদ ও তন্ময় কুমার দে জুটি, তৌহিদুল ইসলাম ও শুভ ইসলাম জুটি, ইয়াসিন আরাফাত ও আব্দুল কাহার বিল্লাহ জুটি এবং মাইনুল ইসলাম ও ইবরাহিম সরকার জুটি।

আপনার জেলার সংবাদ পড়তে