দিনাজপুরের কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা আদায়। ঘটনাটি ঘটেছে গত ৪ ফেব্রুয়ারী’২৫ মঙ্গলবার সন্ধ্যায় কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের পিছনে ঢেপা নদীতে। নদী হতে অবৈধ ভাবে ড্রাম ট্রাক দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন ঘটনা স্থলে গিয়ে বালু উত্তোলনকারী মোঃ মাহমুদুল হাসান মিশুকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা করেন।