ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লা কর্তৃক মনোনীত হয়েছেন ফান্দাউক দরবার শরীফের দ্বিতীয় পীরজাদা সৈয়দ মাঈনুদ্দিন আহমদ । এ কমিটির সদস্য সচিব হয়েছেন পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান শেখ ,সদস্য হয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি মো: বশির আহম্মদ ,উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর শাহ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লা এর বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত গত ২ ফেব্রুয়ারী ২০২৫ ইং থেকে পরবর্তী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সৈয়দ মাঈনুদ্দিন আহমদ ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-কর্মচারী বৃন্দ। পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি সৈয়দ মাঈনুদ্দিন আহমদ বলেন ফান্দাউক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও সুন্দর করাসহ অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নতিতে নতুন কমিটি কাজ করে যাবে।