বীরগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-১

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৪ পিএম
বীরগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-১

দিনাজপুরের বীরগঞ্জে বিশাল আকৃতির ৩৯৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব এবং পুলিশ। মংগলবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুননাহার গ্রামের মোঃ সমির আলীর ছেলে মোঃ গোলাম মোরশেদ (৩৫) এর বাড়ির পিছনে মাটির গর্তে ঢাকা অবস্থায় কৃষ্ণমূর্তি  টি উদ্ধার করে। র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঘটনার সাথে জরিত একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবেদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ আক্কাস আলী (৫৮) কে আটক করছে। স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে গোপনে কষ্টিপাথর বিক্রি করার জন্য গভীর রাতে লোকজন নিয়ে আসতো। পরে ১ কোটি ৬০ লক্ষ টাকা দাম বলে ক্রেতা পক্ষ কিন্তু মূর্তিটির দাম ২কোটি টাকা দরে বিক্রির জন্য চেষ্টা করছিল। মূর্তি টি দেখে মনে প্রায় ৭শ বছরের পুরনো। বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর গফুর বলেন, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। ঘটনার সাথে সম্পৃক্ত ১জন আসামীকে আটক করতে পেরেছি। এবিষয়ে মামলা রুজু সহ তদন্ত প্রক্রিয়াধীন আছে।

আপনার জেলার সংবাদ পড়তে