নগরীতে বাস শ্রমিক নেতার স্ত্রীর হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে বুধবার সকাল সাড়ে দশটার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। নগরীর কীর্তনখোলা নদীর পাড়ের চরকাউয়া বাসষ্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভে নিহতের ভাই, স্বামী, আত্মীয়-স্বজন, বাস শ্রমিকসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। তারা বলেন, যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি চরকাউয়া গ্রামের খান বাড়ির পিছনের খাল থেকে স্থানীয় বাসিন্দা ও চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক এবং খেয়াঘাটের মাঝিমাল্লা সমিতির সভাপতি ওমর আলীর স্ত্রী তিন সন্তানের জননী হাসিনা বেগমের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। হাসিনা বেগমের গলায় ফাঁসের দাগ ছিলো। যেকারণে স্বজনদের দাবি হাসিনা বেগমকে হত্যা করে তার লাশ খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।