বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বড়ইয়া এলাকায় নয়াভাঙনী নদীর পূর্বপাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার এসআই মো. মাসুদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত যুবকের লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মর্গে প্রেরণ করেছে। তবে এখন পর্যন্ত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও এসআই উল্লেখ করেন। মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, নিহত যুবকের পরনে ছিলো কালো শার্ট ও জিন্স প্যান্ট। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওসি আরও বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে।