ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর মিলে বুধবার সকালে চরভদ্রাসন বাজার ও আমিরের ব্রীজ নামক বাজারের মাছ হাটায় জাটকা সংরক্ষন উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমান আদালতের অভিযানে বাজারে বিক্রির জন্য আনা ৩২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং জাটকা ক্রয় বিক্রয়ের দায়ে তিন ব্যাবসায়ীর কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানের দিক নির্দেশনা দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। অভিযানের অন্যরা হলেন-উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার এসআই মাহমুদুল হাসান, মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামীম আরফিন ও নাহিদুজ্জামান নাহিদ প্রমূখ। জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার সকালে উপজেলার দু’টি বাজারের মাছ হাটায় জাটকা সংরক্ষন উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাটকা ক্রয় বিক্রয়ের দায়ে তিন জনের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদর মধ্যে-ব্যাবসায়ী মোঃ বিল্লাল মোল্যা (৪৫) কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, মোঃ রফিকুল ইসলাম (৪০) কাছ থেকে ৫ হাজার টাকা এবং মোঃ কবির বাছার (৪২) কাছ থেকে আরও ৩ হাজার সহ নগদ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে আটককৃত ৩২ কেজি জাটকা ইলিশ পার্শ্ববতী দু’টি মাদ্রাসার এতিমখানায় বিতরন করা হয়েছে বলেও জানা যায়।