প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার ভাটার নদী চট্টগ্রামের হালদা নদী থেকে গতকাল বুধবার দুপুরে একটি মৃত্যু ডলফিন উদ্ধার করা হয়েছে। রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ এর কার্যালয় সংলগ্ন স্থানে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিন টি উদ্ধার করে আইডিএফ কার্যালয়ে নিয়ে আসা হয়। খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, রাউজান থেকে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করেন। মৃত ডলফিনটি দৈর্ঘ্য পায় ৪ ফুট ও বেড়/প্রস্থ ১৫ ইঞ্চি এবং ওজন প্রায় ১২ কেজি। এ নিয়ে এখন পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী ৪৪ টি ডলফিন মারা গেছে। উল্লেখ্য যে, গতকাল বুধবার পূর্ণ জোয়ার ছিল ৭:২০ মিনিটে এবং ১২:৩০ নাগাদ ডলফিনটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ থেকে অনুমান করা হচ্ছে যে, নদীর উপরের দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। ডলফিনটির গায়ে কয়েকটি আঘাতের চিহ্নও দেখা গেছে যার থেকে অনুমান করা হচ্ছে যে,ধারালো শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটি মারা যেতে পারে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও হালদা গবেষক অধ্যাপক ডঃ মোঃ মঞ্জরুল কিবরিয়া হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধারের বিষয়টি দৈনিক দেশ রুপান্তরকে নিশ্চিত করেছেন।