গাবতলীতে মোবাইল কোর্টের অভিযান

ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১১ পিএম
ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা

পৌরসভার ট্রেড লাইসেন্স নবায়ন ও না থাকায়, বগুড়ার গাবতলী থানা সদরে বুধবার (৫ ফেব্রুয়ারী) মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও গাবতলী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ থানা মার্কেট, পাইকার গ্রুপ মার্কেট, স্কুল মার্কেট সহ বিভিন্ন মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পৌরসভার লাইসেন্স না থাকায় থানা মার্কেটের টিভি মেকার আব্দুল হান্নানের এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  সাত দিনের মধ্যে সকল ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স নেয়ার জন্য জানানো হয়েছে। এই সময়ের মধ্যে লাইসেন্স না নিলে, আবারো অভিযান চালানো হবে বলে জানান, সহকারী কমিশনার (ভূমি) ও গাবতলী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন,  গাবতলী পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম,  স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম হিটলু, প্রধান কর আদায়কারী মোঃ আবু সাঈদ, কার্যসহকারী কোয়েল হাসান, রিপন মিয়া প্রমুখ। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন গাবতলী মডেল থানার পুলিশ ফোর্স।