সুজানগর ইউসিসি’র ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও সভা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৬ পিএম
সুজানগর ইউসিসি’র ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও সভা

পাবনার সুজানগর উপজেলা কেন্দ্রীয় সমবায় (ইউসিসিএ) সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রথমে বিশেষ সাধারণ সভা এবং পরে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইউসিসিএ’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেনের সঞ্চলনায় ইউসিসিএ’র প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রথম পর্বের সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। পরে ইউসিসিএ’র ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের পরিচিতি সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোঃ মুছা মন্ডল, সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ফরিদ উদ্দিন, মোহাম্মদ আলী বিশ্বাস, মোঃ জয়নাল আবেদিন ও মোঃ আতিক শেখ। নবনির্বাচিত সভাপতি মোঃ ইয়াকুব আলী তার বক্তৃতায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির উন্নয়নে সমিতির সকল পর্যায়ের সদস্যসহ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে