সিরাজগঞ্জের রায়গঞ্জে বুধবার দিনব্যাপি রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধানঘড়া ইনিয়ন কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ”ক” ও ”খ” গ্রুপে ২৭ টি ধাপে ধানঘড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। শিক্ষকদের সমন্বয়ে সার্বিক সহোযোগীতায় দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পূরস্কার বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাহমুদুর রহমান। করলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: মাহবুবুল হক শিপন এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: আপেল মাহমুদ। বিশেষ অতিথী ছিলেন প্রশাষক ৬ নং ধানঘড়া ইউনিয়ন এর মো: ইলিয়াস হাসান শেখ, রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলে করিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি এস.এম বাবর আলী খোকন, রায়গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আশরাফি, শিক্ষিক-মমতাজ নার্গিস খাতুন, মো: মাহবুবুল আলম, মো: আলমগীর হোসেন ও মো: শহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ”ক” ও ”খ” গ্রুপে ২৭ টি ধাপের প্রতিযোগীতা শেষে প্রতি ধাপে বিজয়ী ৮১ জন শিক্ষার্থীর মাঝে পূরস্কার তুলে দেন অতিথীবৃন্দ।