পাংশায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৩ পিএম
পাংশায়  জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

রাজবাড়ীর পাংশায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার এস,এম আবু দারদা ফাইনাল রাউন্ডের খেলার শুভ উদ্বোধন করেন। পরে বিকাল ৫ টায় খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল আলম, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম (সোহরাব), এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন খান, হাবাসপুর কে,রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: চাঁদ আলী। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতায় বালক ও বালিকাদের ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক, দ্বৈত), দৌঁড়, বর্শা, চাকতি ও লৌহ গোলক নিক্ষেপ, লং ও হাই জাম্প খেলা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে