দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৬ পিএম
দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ভোলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০৬ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৫ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিবুল হাসান, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মনিরুল আলম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগ। 

পরে বিকাল ৩ টায় বিদ্যালয়ের মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় উর্ত্তীণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে