চাঁদপুর ডেভেলাপার্স অ্যাসোসিয়েশন কমিটি গঠন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২৫ পিএম
চাঁদপুর ডেভেলাপার্স অ্যাসোসিয়েশন কমিটি গঠন

চাঁদপুর ডেভেলাপার্স অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলা শহরের রসুই ঘর পার্টি সেন্টারে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কর্নার ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট *আহ্বায়ক*  কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন এস এন্ড ডি সুইট হোম ডেভেলাপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ লতিফ তফাদার, এম কে এ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ কবির হোসেন, এস এম ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ হোসেন, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জামাল সাকিব।

চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন জানান চাঁদপুর **জেলা* ডেভেলপার্স ব্যবসায়ীদের সাথে স্থানীয় প্রশাসনের সমন্বয় সাধন, ডেভেলপার প্রতিষ্ঠান গুলোর মধ্যে শৃঙ্খলা আনয়ন ও গুণগত মানসম্পন্ন ভবন নির্মাণে আমরা কাজ করার প্রত্যয়ের লক্ষ্য- উদ্দেশ্যে আমাদের এই সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

তিনি আরো জানান আগামী দুই মাসের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে