রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাসের বয়রাটের গ্রামের বাড়িতে গত মধ্যরাতে শতশত মানুষ হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় চেয়ারম্যান মুনা বিশ্বাস ও তার ভাই যুবলীগ নেতা ডাবলু আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান মুনা বিশ্বাস সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তার পুত্রের মদদ পুষ্ট ছিল। শুধু রেলমন্ত্রীর মনোনয়ন পেয়ে তিন টার্ম বিনা ভোটের চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের ত্রাস। তার পেটোয়া বাহিনীর অত্যাচার জুলুম নির্যাতনের সামনে সাধারণ মানুষ মুখ খুলতে পারে নাই।