কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩০ পিএম
কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরনী উৎসব অনু্ষ্িঠত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরনী উৎসব অনু্ষ্িঠত হয়। 

পুরস্কার বিতরনী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেনাজ ফেরদৌস, কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন মাসুদ।

প্রসঙ্গত: বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রীড়ায় ৭টি ইভেন্ট ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে  অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিযোগিতা ও যেমন খুশি সাজো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে