সেনবাগে ৪ অবৈধ ইটভাটার আড়াই লাখ টাকা জরিমানা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৯ পিএম | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৬ পিএম
সেনবাগে ৪ অবৈধ ইটভাটার আড়াই লাখ টাকা জরিমানা

সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ৪ ইটভাটার চিমড়ী ও ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকফিল্ড (পিএমবি) ইটভাটার চিমড়ী ভেঙ্গে অকেজো করে দেওয়া হয় । এসময় ভাটার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইদিন   বিকেলে সেনবাগ পৌরসভার  কাদরায় আঞ্জু ব্রিকফিল্ড নামের অপর একটি ইটভাটা বুলডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার মালিকের ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এআগে গত ২৯ জানুয়ারি উপজেলার ইয়ারপুর গ্রামের নিজাম ব্রিকফিল্ড ও হক ব্রিকফিল্ড নামের অপর দুইটি অবৈধ ইটভাটার চিমড়ী ভেঙ্গে  ফিল্ড দুইটিকে অকেজো করে দেওয়া হয় এবং দুই ইটভাটা দুইটি মালিকের একলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান ,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এসময় আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ এলাকায় অবৈধ ভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে  বুলডেজার দিয়ে ৩টি ইটভাটার চিমনী ও একটি ভাটা ভেঙ্গে অকেজো করে দেওয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে আটভাটাগুলোর আগুন নিবিয়ে পেলা হয়।  এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক নুর হাসান সজীব,,সেনবাগ থানা  একদল পুলিশ,সেনবাগ ফায়ার সাভিসের লোকজন ও পল্লী বিদ্যৎ সমিতির বিদ্যুৎ কর্মীগণ।

আপনার জেলার সংবাদ পড়তে