চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী জাহাজ ১ টি বাল্কহেডসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) তারিখ মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান চলাকালীন চাঁদপুর সদর সংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী ১টি বাল্কহেডসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত দুষ্কৃতিকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর নৌ থানায় হস্তান্তর করা হয়।