লালমোহনে যুবদল নেতার সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৩ পিএম
লালমোহনে যুবদল নেতার সংবাদ সম্মেলন

ভোলার লালমোহনে ফেইজবুক পোস্টের মাধ্যমে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে লালমোহন উপজেলা যুবদলের দুই নেতা। তারা হলেন উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান বাবুল পাটওয়ারী ও সাধারন সম্পাদক কাজী হাসানুজ্জামান।  বৃহষ্পতিবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় লালমোহন প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে যুবদল নেতা কামরুজ্জামান বাবুল পাটওয়ারী বলেন “লালমোহন এর রাজনীতি” নামক ফেইক আইডি থেকে লালমোহন খাল খননকালে খালের পাড়ে গড়ে ওঠা মার্কেট মালিকদের কাছ থেকে আমাদের নামে চাঁদাবাজির যে পোস্ট করা হয়েছে, তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তারা আরও বলেন একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেইজবুকে মিথ্যা তথ্য দিয়ে প্রোপাগান্ডা চালিয়ে আমাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে মানক্ষুন্ন করা সহ দল ও দলের নেতা কর্মীদের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবিষয়ে লালমোহন থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে, যাহার নং-২৪৯, তাং- ০৫/০২/২০২৫। 

আমরা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে