সরাইল উপজেলা স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৫ পিএম
সরাইল উপজেলা স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলে আলোচনা সাপেক্ষে ২৮ সদস্যের প্রস্তাবিত কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটিতে সকলের মতামতের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেনকে সভাপতি, শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী কমিশনার ও অরূযাইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রশান শিক্ষক শেখ সাদীকে সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সহ-সভাপতি পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সহকারি কমিশনার পদে ৭ জন, যুগ্ম সম্পাদক (প্রাথমিক) ১ জন, কাব লিডার ১ জন, স্কাউট লিডার ১ জন, জেলার দায়িত্বপ্রাপ্ত ১ জন, গ্রূপ সভাপতির মধ্য থেকে ৪ জন ও সংযোজিত সদস্য ৪ জন। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করিবেন। অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে সকলের মতামত ও সমঝোতার মাধ্যমে উপজেলার এই গুরূত্বপূর্ণ কমিটি দ্রূততম সময়ে গঠন করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে