সেনবাগ উপজেলা ছাতারপাইয়া পশ্চিম বাজারে বিএনপির শহীদ জিয়া সংসদের তালা ভেঙ্গে অফিসে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও মাইকের ব্যাটারী চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত দুবৃত্তরা। এসময় দৃবৃত্তরা অফিসের ভিতর ও সাইনে বোর্ডে আওয়ামী লীগের আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাতেই আস্থা সম্বলিত ব্যানার লাগিয়ে দেওয়া হয়। ওই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টারদিকে।
ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের বিষয়টিি নিশ্চিত করেছেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাষ্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান,ওসি এসএম মিজানুর রহমান।