ধামইরহাটে নওগাঁ জেলা প্রশাসক কর্তৃক শীতবস্ত্র বিতরণ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১৯ পিএম
ধামইরহাটে নওগাঁ জেলা প্রশাসক কর্তৃক শীতবস্ত্র বিতরণ

নওগাঁর ধামইরহাটে শীতার্ত ও অসহায় মৎসজীবি, প্রতিবন্ধী, নাপিত, কুমার, কামার, মাহালী ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ১৪০ জনের মাঝে কম্বল বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, প্রাণী সম্পদ অফিসার ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী, সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনছুর আলী, সমবায় অফিসার মো. হারুনুর রশীদ, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা অফিসার ইসকিতা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তিনি ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, ধামইরহাট পৌরসভা সহ উপজেলার বিভিন্ন নির্মাণাধীন উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন। শেষে ধামইরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এবং সরকারি বিভিন্ন দপ্তর ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

আপনার জেলার সংবাদ পড়তে