নাসিরনগর থানা পুলিশের বিশেষ মহড়া

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪০ পিএম
নাসিরনগর থানা পুলিশের বিশেষ মহড়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থানার অফিসার ইনচার্জ খাইরুল আলমের নেতৃত্বে নাসিরনগর থানা পুলিশের এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। সকালে শুরু হওয়া প্রায় ঘন্টাব্যাপী উপজেলা সদরের বিভিন্ন স্থানে থানা পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া  চলে। নাসিরনগর থানায় কর্মরত ওসি তদন্ত মো: হাসান জামিল খান,সাব-ইন্সপেক্টর নুর আলমসহ অফিসারগন মোটরসাইকেল নিয়ে এ মহড়ায় অংশগ্রহন করেন। থানা চত্বর থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শেষ হয়। 

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরির্বতন পরবর্তী বিদ্যমান পরিস্থিতিতে যাতে কোন প্রকার সহিংসতা,সংর্ঘষ,ভাংচুর,অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে নাসিরনগর থানা পুলিশের নিয়মিত টহল জোরদারসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। 

থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম জানান,আইনশৃংখলা সুষ্ঠু ও স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এ মহড়া। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে নাসিরনগর উপজেলায়  জনমনে কেউ যেন কোন প্রকার  আতংক এবং নাশকতা সৃষ্টি করতে না পারে এবং আইনশৃংখলা স্বাভাবিক রাখার জন্য আজকের এ বিশেষ মহড়ার আয়োজন। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যে কোন অপচেষ্টা রোধে নাসিরনগর থানা পুলিশের সদস্যরা কঠোরভাবে দমন করবে। তবে অনেকে মতে নাসিরনগর থানা পুলিশ এমন মহড়ার আয়োজন নি:সন্দেহে প্রশংসার দাবীদার।

আপনার জেলার সংবাদ পড়তে