বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমীর, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা আব্দুল গফুর বলেছেন, অসৎ নেতৃত্ব বাংলাদেশ কে বহু গুনে পিছিয়ে দিয়েছে। অসৎ নেতৃত্ব দূর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজীর জন্ম দেয়। অসৎ নেতৃত্বের কারনেই আজ বাংলাদেশের এই দূরাবস্থা। তিনি বলেন, বাংলাদেশ কে ঘুরে দাঁড়াতে হলে সৎ লোকের শাসন প্রতিষ্টা করতে হবে। তিনি বৃহস্প্রতিবার বাদ আছর ভেড়ামারা উপজেলা হাজী কল্যান পরিষদের কার্য্যালয়ে পৌর জামায়াতের উদ্দ্যোগে বিশাল সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ভেড়ামারা পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সূধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, সাবেক আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌর জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক এমদাদুল হক সাগর, হাফেজ খাদেমুল ইসলাম প্রমুখ।